#New_Member #First_help_post
আমি এবার এইসএসসি দিব,,, কিন্তু ভাবছি hsc এর পর ডিপ্লোমা ইন কম্পিউটার ইন্জিনিয়ারিংয়ে ভর্তি হবো।
কারন আমার পরিবারের ভার্সিটি বা পাবলিক কোন ভার্সটিতে পরানোর সামর্থ নেই। আর আমার বাবার কথা যে তুমি ৪বছর অনার্স করেও চাকরি পাবা না । সময় নষ্ট হবে। তাই পরাশোনা বন্ধ করে ঢাকাই গার্মেন্টস এ পাঠানোর কথা বলছে??
এর মদ্ধেই এক বড় ভাই ডিপ্লোমার কথা আমাকে বলে। তুমি যদি হাতে কলমে শিক্ষা নাও তাহলে চাকরির অভাব হবে না।
এখন আমার প্রশ্ন হলো আমার কম্পিউটার ভাল লাগে। যদিও কম্পিউটার নাই। কিন্ত আমার বিভিন্ন রকম সফটওয়্যার আর অনলাইন নিয়ে ঘাটাঘটি করতে ভাল লাগে। Android ফোন এর সাহায্য সারাদিন তাই করি। তাহলে কি আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইন্জিনিয়ারিং করবো????!
এটা করলে আমার কেমন দাম হবে? আমি কোথায় কি ধরনের চাকরি পাব? বেতন কত হতে পারে?? বাংলাদেশে এই কাজের ভবিষ্যৎ কতটুকু??
আসা করি যারা এ লাইনে আছেন বা এটা পার করে গেছেন তারা আমাকে সঠিক গাইডলাইন দিয়ে সাহায্য করবেন।
এতক্ষন আমার লেখাগুলো পড়ার জন্য ধন্যবাদ।
Please login first to submit.