আমার ছোট ভাই হাবিবুর রহমান। ও এইবার এস এস সি পরীক্ষায়-২০১৬> ৪’৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাকে আমরা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা করাতে চাই। কিছু সাব্জেক্ট পছন্দ আছে। যেমন ইলেক্ট্রেক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল, মেরিন অথবা প্যারামেডিকেল। এবং তা সরকারিতে। কিন্তু ভর্তির সুযোগ পাবে কিনা জানিনা। আর বেসরকারীতে খরচ কেমন হবে জানতে চাই। আরভর্তির বিজ্ঞপ্তি কবে দিবে বা দিয়েছে কিনা জানতে চি। আমাকে জানালে উপকৃত হব। ধন্যবাদ
Please login first to submit.