সনদ হারিয়ে গেলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ভবনের ৬ষ্ঠ তলায় উপ-পরিদর্শক, সনদ শাখায় যোগাযোগ করতে হয়
সনদ হারিয়ে গেলে থানায় জিডি করতে হয় এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করতে হয়। জিডি কপি এবং প্রকাশিত বিজ্ঞপ্তি কপি বোর্ডে এসি নির্দিষ্ট ফরম পূরণ পূর্বক জমা দিতে হয়।
সনদপত্র এবং নম্বরপত্র সাধারনত ১৫ দিনের মধ্যে পাওয়া যায়।
জরুরী ভিত্তিতে ৩ দিনের মধ্যে সনদপত্র এবং নম্বরপত্র তুলতে ২৫০ টাকা দিতে হয়।
জরুরী ভিত্তিতে ১ দিনের মধ্যে সনদপত্র এবং নম্বরপত্র তুলতে ৪০০ টাকা দিতে হয়।
সনদপত্র এবং নম্বরপত্রের ভূল সংশোধন করা যায়।
পুরনো সনদের পরিবর্তে নতুন সনদ নিতে পুরনো সনদপত্র এবং নম্বরপত্র জমা দিতে হয়।
Comments
Ahmed Hasan
ধন্যবাদ দরকারী তথ্য শেয়ার করার জন্য 🙂